পরিচিতি ও অবস্থান
শেরপুর জেলার অর্থনৈতিক ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রথমে ভিটিআই(ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট) নামে ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে কাঠামোগত উন্নয়নের সাথে প্রতিষ্ঠানের পরিবর্তিত নাম হয় শেরপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ। ২০১৬ সালে প্রথম ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কার্যক্রম শুরু হয়। সাধারন শিক্ষা ও কারিগরি শিক্ষার সমন্বয়ে শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে বিধায় উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোন অসুবিধা হয় না। রাজধানী ঢাকা থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে এবং বিভাগীয় শহর ময়মনসিংহ থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে সীমান্ত জেলা শেরপুর শহরের নবীনগর এর অবস্থান। মোট ২ একর ভূমির উপর প্রতিষ্ঠিত । কলেজের পূর্ব সীমানা ঘেঁষে ময়মনসিংহ-শেরপুর হাইওয়ে এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় । উত্তরেই অদুরেই শেরপুর জেলা শহর অবস্থিত। আর কলেজের এর অভ্যন্তরে রয়েছে জেলা শিক্ষা অফিসার এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়।
লক্ষ্য ও উদ্দেশ্য
দেশে মধ্যম স্তরের প্রকৌশলী ও দক্ষ টেকনিশিয়ান তৈরীর লক্ষ্যে ২০০১ খৃষ্টাব্দে শেরপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপিত হয়। যার প্রধান উদ্দেশ্য দেশের বিপুল মানব সম্পদকে দক্ষ ও কর্মমূখী করে দেশে-বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং আত্নসামাজিক অবস্থার পরিবর্তন করা।
অবকাঠামো
??? ?????????? ?????? ??????? ???? ???, ????, ?????????, ?????? ?????????? ?????? ????????? ??? ,?????????? ? ?????? ??? ????? ????? ???? ?????? ???? ??????
লেআউট অব শেরপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ
